Justice Yashwant Varma In Money Row | নদগকাণ্ডে অভিযুক্ত বিচারপতি ভার্মার বিরুদ্ধে লোকসভায় ইমপিচমেন্ট প্রস্তাব গৃহীত, ৩ সদস্যের কমিটি গঠন

Justice Yashwant Varma In Money Row | নদগকাণ্ডে অভিযুক্ত বিচারপতি ভার্মার বিরুদ্ধে লোকসভায় ইমপিচমেন্ট প্রস্তাব গৃহীত, ৩ সদস্যের কমিটি গঠন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নদগকাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মার (Justice Yashwant Varma In Money Row) বিরুদ্ধে লোকসভায় ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হল। তিন সদস্যের দল গঠন করা হল সংসদের নিম্নকক্ষে। মঙ্গলবার বাদল অধিবেশনের শেষ দিনে লোকসভার স্পিকার ওম বিড়লার অনুমোদনে তিন সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। প্যানেলে রয়েছেন দুই বরিষ্ঠ বিচারপতি এবং এক আইনজীবী।

স্পিকার জানান, নগদকাণ্ডের তদন্তে তিন সদস্যের দল গড়া হচ্ছে। প্যানেলে রয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মণীন্দ্র মোহন শ্রীবাস্তব এবং বর্ষীয়ান আইনজীবী বিভি আচার্য। লোকসভা কর্তৃক গঠিত কমিটি তদন্তের পর স্পিকারের কাছে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবে। স্পিকার পরে সংসদে তা উপস্থাপন করবেন। তদন্তে বিচারপতি দোষী সাব্যস্ত হলে রিপোর্টটি সংসদের সংশ্লিষ্ট কক্ষে গৃহীত হবে। সব শেষে একটি প্রস্তাব ভোটাভুটির জন্য রাখা হবে। সংসদের অন্য কক্ষেও একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি হবে। এর আগেও নগদকাণ্ডের তদন্তে অপর একটি তিন সদস্যের দল গড়ে দিয়েছিল শীর্ষ আদালত। গত মে মাসে ওই কমিটি মুখবন্ধ খামে রিপোর্টও জমা দেয়। তবে ওই রিপোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court docket) দ্বারস্থ হন বিচারপতি ভার্মা। গত সপ্তাহে বিচারপতির সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, চলতি বছর দিল্লি হাইকোর্টের তৎকালীন বিচারপতি ভার্মার বাসভবন থেকে বিপুল নোট উদ্ধার হয়েছিল। যা নিয়ে বিতর্ক শুরু হয়। বিচারপতিকে ইমপিচমেন্টের তোড়জোড় শুরু হয়। লোকসভায় এই প্রক্রিয়া শুরু হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *