Justice Yashwant Varma | ‘সম্পূর্ণ অযৌক্তিক, অবিশ্বাস্য’, নগদ উদ্ধারের ভিডিও প্রকাশ্যে আসতেই মন্তব্য দিল্লি হাইকোর্টের বিচারপতির

Justice Yashwant Varma | ‘সম্পূর্ণ অযৌক্তিক, অবিশ্বাস্য’, নগদ উদ্ধারের ভিডিও প্রকাশ্যে আসতেই মন্তব্য দিল্লি হাইকোর্টের বিচারপতির

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার (Justice Yashwant Varma) সরকারি বাংলো থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের (Money recovered) ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।  শনিবার সুপ্রিম কোর্ট (Supreme Court docket) এই ঘটনা সংক্রান্ত ছবি, ভিডিও এবং তদন্তের রিপোর্ট নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এই রিপোর্টের সঙ্গে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে যে রিপোর্ট জমা দিয়েছেন, তাও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে শীর্ষ আদালত। সঙ্গে রয়েছে বিচারপতি ভার্মার বক্তব্য। তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন বিচারপতি যশবন্ত ভার্মা। তাঁর দাবি, ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা স্পষ্ট জানিয়েছেন, ঘটনার দিন তিনি নিজে বাসভবনে উপস্থিত না থাকলেও, তাঁর মেয়ে বা বাড়ির কোনও কর্মীকে আগুন নেভানোর পর উদ্ধার হওয়া পোড়া নগদ টাকা দেখানো হয়নি। তাছাড়া তিনি বা তাঁর পরিবারের সদস্যরা স্টোর রুমে কোনও নগদ টাকা রাখেননি। বিচারপতি ভার্মা বলেন, ‘এই নগদ টাকা আমাদের কাছে রাখা ছিল, এমন ধারণাটি সম্পূর্ণ হাস্যকর। কর্মীদের কোয়ার্টারের কাছে বা যে স্টোর রুমে সহজেই যে কেউ যাতায়াত করতে পারে, সেরকম জায়গায় এই বিপুল পরিমাণ নগদ টাকা রাখা থাকবে তা ভাবা সম্পূর্ণ অযৌক্তিক এবং অবিশ্বাস্য।’ বিচারপতি দাবি, ওই ঘরটি তাঁর মূল বাসভবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এদিকে, সুপ্রিম কোর্ট এই বিষয় সংক্রান্ত যে ভিডিও প্রকাশে এনেছে, তাতে দেখা গিয়েছে অগ্নিকাণ্ডের পর বিচারপতি ভার্মার বাড়িতে পড়ে রয়েছে বিপুল পরিমাণ পোড়া টাকার বান্ডিল। এমনকি অনেক নোট পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং কিছু জ্বলছিল তখনও।

প্রসঙ্গত, গত ১৪ মার্চ হোলির রাতে দিল্লিতে বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবনে আগুন লাগে। এরপরই দমকলকর্মীরা আগুন নেভাতে আসেন। সেই সময় আগুন নেভাতে গিয়েই ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। বিচারপতি সেইসময় শহরের বাইরে ছিলেন বলেই জানা যাচ্ছে। বিষয়টি নিয়ে তদন্তের জন্য ৩ বিচারপতির কমিটি গঠন করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাতে রয়েছেন পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়া এবং কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি অনু শিবরমন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *