উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সুপ্রিম কোর্টের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি বিআর গাভাই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার তাঁকে শপথ পাঠ করান। প্রথম বৌদ্ধ হিসেবে প্রধান বিচারপতির পদে বসলেন তিনি। বিচারপতি বিআর গাভাই প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার স্থলাভিষিক্ত হলেন। তিনি ২৩ নভেম্বর পর্যন্ত, অর্থাৎ ছয় মাসের বেশি সময় এই পদে থাকবেন। বিআর গাভাই ২০১৯-এ সুপ্রিম কোর্টের বিচারপতি হন।