Junior Physician Switch Controversy | আরজি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিসকে মালদায় বদলি, প্রতিবাদে সরব জুনিয়র ডাক্তাররা

Junior Physician Switch Controversy | আরজি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিসকে মালদায় বদলি, প্রতিবাদে সরব জুনিয়র ডাক্তাররা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক দেবাশিস হালদারকে বদলি করা হল মালদার গাজোলে। এনিয়ে বিতর্ক ছড়িয়েছে। কলকাতা মেডিকেল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগে সিনিয়র রেসিডেন্ট ডাক্তার হিসেবে কর্মরত দেবাশিস।

অভিযোগ, কাউন্সেলিংয়ে হাওড়ায় নিয়োগের কথা বলা হলেও মেধাতালিকা বেরোনোর পর দেখা গিয়েছে, দেবাশিসের পোস্টিং হয়েছে মালদার গাজোলে। জুনিয়র ডাক্তারদের দাবি, তালিকা যাচাই করে দেখা যাচ্ছে, গাজোলের ওই হাসপাতালে আদতে কোনও শূন্যপদই ছিল না।

এর প্রতিবাদে সরব হয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্‌স ফোরাম (ডব্লিউবিডিএফ)-এর সদস্যরা। তাঁদের বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই দেবাশিসকে মালদা জেলায় বদলি করা  হল। কারণ ২৭, ২৮ ফেব্রুয়ারি এবং ৬ মার্চের কাউন্সেলিংয়ে মোট ৭৭৮ জন চিকিৎসক অংশগ্রহণ করেছিলেন। তাঁদের কারও পোস্টিং এভাবে বদলানো হয়নি। শুধু দেবাশিসের ক্ষেত্রেই এমনটা হয়েছে।

দেবাশিসের কথায়, ‘এত জনের নামের তালিকা প্রকাশিত হল, অথচ শুধু আমার ক্ষেত্রেই দেখা গেল, নামের পাশে হাসপাতালের নাম বদলে গিয়েছে! প্রতিহিংসা ছাড়া এর পেছনে তো অন্য কোনও কারণ দেখছি না।’ ঘটনায় আইনি সাহায্য নেবেন বলেও জানিয়েছেন দেবাশিস। অন্যদিকে, বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হয়েছেন ডব্লিউবিজেডিএফের চিকিৎসকেরা। এই পোস্টিংয়ের প্রতিবাদে মঙ্গলবার স্বাস্থ্যভবনেও যান তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *