উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কিংবদনন্তি অসমীয়া গায়ক জুবিন গর্গের মৃত্যুর (Jubin Garg Demise) নেপথ্যে কি কোনও ষড়যন্ত্র আছে? ক্রমশ এই সন্দেহ জোরাল হচ্ছে গায়কের ভক্তদের একাংশের মধ্যে। আর তাই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সোমবার জুবিন গর্গের দেহের নতুন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় গুয়াহাটি মেডিকেল কলেজে এইমস গুয়াহাটির একটি চিকিত্সক দলের তত্ত্বাবধানে ময়নাতদন্ত করা হবে।
উল্লেখ্য, গত সপ্তাহে সিঙ্গাপুরের লাজারাস দ্বীপে সাঁতার কাটার সময় খিঁচুনিতে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে জুবিন গর্গের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে জানা গেছে, স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় জুবিনের মৃত্যু হয়েছে। হিমন্ত বিশ্বশর্মা বলেন, সিঙ্গাপুর হাই কমিশন কর্তৃক প্রেরিত মৃত্যু শংসাপত্রে মৃত্যুর কারণ হিসেবে ডুবে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। তবে তিনি পরিস্কার করেন, ‘এটি কোনও ময়নাতদন্তের রিপোর্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট আলাদা, এবং মৃত্যুর শংসাপত্রও আলাদা। আমরা নথিপত্র সিআইডিতে পাঠাব। আসাম সরকারের মুখ্য সচিব যত তাড়াতাড়ি সম্ভব ময়নাতদন্তের রিপোর্ট পেতে সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করছেন।’ অন্যদিকে অসমের কামারকুচি এনসি গ্রামে কিংবদন্তি গায়কের শেষকৃত্যের প্রস্তুতি চলছে, যা আগামীকাল সকালে সম্পন্ন হওয়ার কথা।