উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সাংবাদিককে খুনের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের সীতাপুরে। শনিবার বিকেলে লখনউ-দিল্লি হাইওয়েতে ঘটনাটি ঘটেছে। নিহত রাঘবেন্দ্র বাজপেয়ী (৩৫) উত্তরপ্রদেশের একটি হিন্দি দৈনিকের স্থানীয় সংবাদদাতা ছিলেন।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বিকেলে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন রাঘবেন্দ্র। সেই সময় দুষ্কৃতীরা লখনউ-দিল্লি হাইওয়েতে তাঁর বাইকে ধাক্কা মারে। এতে রাস্তায় ছিটকে পড়েন ওই সাংবাদিক। গুরুতর আহত হন তিনি। এখানেই থেমে থাকেনি দুষ্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করতে রাঘবেন্দ্রকে লক্ষ্য করে পরপর তিনবার গুলি চালানো হয়।
রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন রাঘবেন্দ্র। আশপাশের লোকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় পরিবারের তরফে এখন পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য চারটি দল গঠন করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে তারা কাজ করছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুনের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।