উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু থেকেই আইনি বিতর্ক ‘জলি এলএলবি ৩’ (Jolly LLB 3) নিয়ে। গোড়া থেকেই দেশের বিচারব্যবস্থাকে খাটো করে দেখানোর অভিযোগ এই সিনেমার বিরুদ্ধে। ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার রিলিজ আটকাতে একের পর এক শহরে মামলা দায়ের হয়। এবার মুক্তির প্রাক্কালে এই ছবিকে সবুজ সংকেত দিয়ে সেসব মামলা খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
বিচারপতি সঙ্গীতা চন্দ্র এবং বিচারপতি ব্রিজ রাজ সিংয়ের ডিভিশন বেঞ্চ অক্ষয় কুমার (Akshay Kumar), আরশাদ ওয়ারসি (Arshad Warsi) অভিনীত এই সিনেমার টিজার, ট্রেলার দেখে বলে, এই ছবিতে কোনোভাবেই দেশের বিচারব্যবস্থা এবং আইনজীবীদের অপমান করা হয়নি। সিনেমার গানগুলিও খুঁটিয়ে পরখ করেছেন তাঁরা। যদিও মামলাকারী জয় বর্ধন শুক্লার যুক্তি ছিল, ‘জলি এলএলবি ৩’তে আইনি পেশাকে অবমাননাকরভাবে দেখানো হয়েছে। এমনকি ছবির ট্রেলার এবং গানগুলি ইতিমধ্যেই আইনজীবীদের মানসিকভাবে আঘাত করেছে। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে আদালত এই ছবি মুক্তিতে সবুজ সংকেত দিয়েছে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির প্রথম ঝলক। এবার অক্ষয়ের সম্মুখ সমরে রয়েছেন আরশাদ ওয়ারসি। টিজারেই দেখা যায়, আদালতে দুই জলির তুমুল ক্যাচালের ঝলক। ছবিটি যে দারুণ কমেডি কোর্টরুম ড্রামা হতে চলেছে, তা বলাই বাহুল্য। চলতি বছর ১৯ সেপ্টেম্বর এই ছবির মুক্তি পাওয়ার কথা।