উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে জন আব্রাহামের (John Abraham) নতুন ছবি ‘দ্য ডিপ্লোম্যাট’। ছবিটি নিয়ে খুব একটা প্রচার করতে দেখা যায়নি অভিনেতাকে। বক্স অফিসেও এখনও পর্যন্ত খুব একটা ভালো করতে পারেনি ছবিটি। তবে সম্প্রতি বলিউড ইন্ডাস্ট্রি (Bollywood trade) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জন।
বলিউডে বর্তমানে নির্মিত ছবির বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করা হলে জন বলেন, ‘এটা খুবই ভয়ানক একটা বিষয়। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন হিসেবে আমি খুব চিন্তিত। আমি বলছি না যে একমাত্র আমিই ভিন্ন কিছু করার পতাকাবাহী, তবে আমাদের মধ্যে খুব কম লোকই যে পার্থক্য আনতে চায় সেটাই বোঝাতে চাইছি।’ তিনি আরও বলেন, ‘আমি মূলত বাণিজ্যিক ছবিতেই কাজ করি। বাণিজ্যিক ছবির যে কোনও চরিত্রও অনায়াসে করে দিতে পারব। কিন্তু যদি আমরা কিছু পরিবর্তন আনতে চাই, সেক্ষেত্রে আমাদের সেটা করার অনুমতি এবং স্বাধীনতা দেওয়া উচিত। আমি জানি এখন প্রতিদিনই কেউ না কেউ আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে একটি শোকবার্তা লেখে কিন্তু আমরা তো ভালো ছবি বানাচ্ছি।’
প্রসঙ্গত, জন আব্রাহাম অভিনীত ‘দ্য ডিপ্লোম্যাট’ এখনও পর্যন্ত বক্স অফিসে ৩০ কোটির গণ্ডি পার করেছে। ছবিটিতে জন ছাড়াও শারিব হাশমি, সাদিয়া খতিব, কুমুদ মিশ্র এবং রেবতী সহ আরও অনেকে অভিনয় করেছেন। ভারত-পাকিস্তান সম্পর্কের পটভূমিতে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন শিবম নায়ার।a