উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে তুমুল বিক্ষোভ। ক্যাম্পাসে ঢুকে বহিরাগতরা তাদের ধর্ষণের হুমকি দিচ্ছে বলে অভিযোগ ছাত্রীদের। ঘটনাকে ঘিরে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে।
এদিন কলেজে আসেন ব্রাত্য এবং সাংসদ মালা রায়। পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। তাঁকে সামনে পেয়ে ছাত্রীরা ক্ষোভ উগরে দেন। কে বা কারা তাঁদের হুমকি দিচ্ছে, সেটা ব্রাত্য জানতে চান। এরপর আলোচনার জন্য শিক্ষামন্ত্রী বিক্ষোভকারীদের চার প্রতিনিধিকে ডেকে নেন।
কলকাতা হাইকোর্টের নির্দেশে কড়া পুলিশি পাহারায় যোগেশচন্দ্র আইন কলেজে রবিবার সরস্বতী পুজো হচ্ছে। কলেজের গেটের বাইরে সশস্ত্র পুলিশ রয়েছে। তদারকি করছেন খোদ কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অজয় প্রসাদ।