JNU | জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার! তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ চুক্তি স্থগিত করল জেএনইউ  

JNU | জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার! তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ চুক্তি স্থগিত করল জেএনইউ  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের পক্ষ নিয়েছিল তুরস্ক। এমনকি ভারতের বিরুদ্ধে হামলা চালাতে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল ড্রোন। যার জেরে তুরস্ককে নিয়ে ক্ষোভে ফুঁসছে ভারতবাসী। ইতিমধ্যেই তুরস্ক ‘বয়কট’ করার ডাক দিয়েছে ভারতীয় পর্যটকরা। আর এবার জাতীয় নিরাপত্তার কথা ভেবে তুরস্কের (Turkey) ইনোনু বিশ্ববিদ্যালয়ের (Inonu College) সঙ্গে মউ চুক্তি (MoU) স্থগিত রাখার সিদ্ধান্ত (Suspended) নিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)।

বুধবার জেএনইউ-এর এক্স হ্যান্ডেলে একথা জানিয়ে লেখা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তার কারণে তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ চুক্তি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। জেএনইউ দেশের সঙ্গেই রয়েছে।’ ২০২৫ সালে ৩ ফেব্রুয়ারিতেই তিন বছরের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মেয়াদ ছিল ২ ফেব্রুয়ারি, ২০২৮ পর্যন্ত। এই মউ চুক্তি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা এবং বিনিময়কে উৎসাহিত করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দিল জেএনইউ।

প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে তুরস্কের সামরিক কৌশলগত বোঝাপড়া আগে থেকেই রয়েছে। তবে সম্প্রতি বেশ কিছু বছরে এই বোঝাপড়া আরও বেড়েছে। ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করেছিল তুরস্ক, তা আগেই জানা গিয়েছিল। তবে তুরস্কের সামরিক বাহিনীর বিশেষজ্ঞরা পাকিস্তানে উপস্থিত থেকে হামলা পরিচালনা করেন বলেও খবর এসেছে। অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের হামলায় মৃত্যু হয়েছে তুরস্কের ২ সেনা আধিকারিকের। এইভাবে একের পর এক ভারতবিরোধী কার্যকলাপ প্রকাশ্যে আসার পরই তুরস্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে। এবার তাতেই সমর্থন জানিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *