উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীর। মেঘভাঙা বৃষ্টিতে বৃহস্পতিবার বড় বিপর্যয় নেমে আসে জম্মু ও কাশ্মীরের (J&K’s Cloudburst Replace) কিশতওয়ার (Kishtwar) জেলার চাসোটি গ্রামে। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমে আসে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। কর্তব্যরত দুই সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম ১০০-এরও বেশি। ২০০-এরও বেশি মানুষ নিখোঁজ। চলছে উদ্ধারকাজ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন চাসোটি (Chashoti) গ্রামে মাছাইল মাতা মন্দিরের সামনে এই মেঘভাঙা বৃষ্টি হয়। সেখান থেকেই বার্ষিক মাছাইল মাতা যাত্রা শুরু হয়।
ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। মর্মান্তিক ঘটনার পরে শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকার সবার প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা রইল। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। উদ্ধার ও ত্রাণকাজ চলছে। প্রয়োজনে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হবে।’
My ideas and prayers are with all these affected by the cloudburst and flooding in Kishtwar, Jammu and Kashmir. The state of affairs is being monitored carefully. Rescue and aid operations are underway. Each potential help will probably be supplied to these in want.
— Narendra Modi (@narendramodi) August 14, 2025
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, কিশতওয়ারের ডিসির সঙ্গে তাঁর কথা হয়েছে। স্থানীয় বিধায়কের সঙ্গেও কথা বলেছেন তিনি। ইতিমধ্যে প্রশাসনের তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। জখমদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, পুলিশ সকলকেই উদ্ধারকাজে শামিল হতে নির্দেশ দিয়েছেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল। প্রশাসনের তরফে হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেই নম্বরগুলি হল- ৯৮৫৮২২৩১২৫, ৬০০৬৭০১৯৩৪, ৯৭৯৭৫০৪০৭৮, ৮৪৯২৮৮৬৮৯৫, ৮৪৯৩৮০১৩৮১ এবং ৭০০৬৪৬৩৭১০।