উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে বৃহস্পতিবার বড় বিপর্যয় নেমে আসে জম্মু ও কাশ্মীরের (J&K’s Cloudburst Replace) কিশতওয়ার (Kishtwar) জেলার চাসোটি গ্রামে। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমে আসে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০। জখম ১০০-এরও বেশি। ৫০০-জনেরও বেশি আটকা পড়ে আছেন বলে খবর। এখনও চলছে উদ্ধারকাজ।
উদ্ধারকাজ ও ত্রাণ বন্টনের কাজে যোগ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। হোয়াইট নাইট কর্পসের প্রায় ৩০০ জন সেনা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা পুলিশ, এসডিআরএফ এবং অন্যান্য অসামরিক সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন। দুর্গম এলাকা হওয়ায় হেলিকপ্টার দিয়েও জখমদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Omar Abdullah) জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে ফোন পেয়েছেন। ঘটনার কথা জানিয়েছেন তিনি। কিশতওয়ারে যাওয়ার কথা রয়েছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। মর্মান্তিক ঘটনার পর গতকাল শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনের তরফে হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেই নম্বরগুলি হল- ৯৮৫৮২২৩১২৫, ৬০০৬৭০১৯৩৪, ৯৭৯৭৫০৪০৭৮, ৮৪৯২৮৮৬৮৯৫, ৮৪৯৩৮০১৩৮১ এবং ৭০০৬৪৬৩৭১০।