Jiban Singha | কেএলও প্রধানের ভিডিও বার্তায় দিলীপ বর্মন, মণীন্দ্রদের নাম করে হেনস্তার অভিযোগ, নেপথ্যে কোন অঙ্ক?

Jiban Singha | কেএলও প্রধানের ভিডিও বার্তায় দিলীপ বর্মন, মণীন্দ্রদের নাম করে হেনস্তার অভিযোগ, নেপথ্যে কোন অঙ্ক?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিলিগুড়ি: রাজবংশীদের উপর অত্যাচারের অভিযোগে এবার সরব হলেন কেএলও প্রধান জীবন সিংহ (Jiban Singha)। এক ভিডিও বার্তায় তিনি শিলিগুড়ি পুরনিগমের তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন, ধূপগুড়ির প্রতিবাদী গায়ক মণীন্দ্র বর্মন, নিখিলেশ রায়, দীপক রায়ের মতো বিশিষ্ট রাজবংশী ব্যক্তিত্বদের কথা উল্লেখ করে রাজবংশীদের উপর অত্যাচারের তীব্র নিন্দা করেন। জীবন জানান, রাজবংশীরা চিলা রায়ের বংশধর, তাঁরা কখনই হার মানবে না। তাঁরা কামতাপুর রাজ্য উদ্ধার করার জন্য লড়াই করছেন। কোনও রাজনৈতিক দলের দালালি করছেন না।

উল্লেখ্য, সম্প্রতি বেআইনি বিল্ডিং ভাঙা নিয়ে শিলিগুড়ি পুরনিগমের বোর্ড সভায় শিলিগুডড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ বর্মন প্রশ্ন তুলতে চাইলে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরে তিনি বাদানুবাদে জড়িয়ে পড়লে তাঁকে বোর্ড সভা থেকে বের করে দেওয়া হয়। এরপরই ক্ষিপ্ত হয়ে পড়েন দিলীপ। তিনি সরাসরি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন। যার জেরে তাঁকে শোকজ পর্যন্ত করেছে দল। এদিন জীবনের ভিডিও বার্তায় দিলীপ বর্মনের নাম উল্লেখ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও জীবন সিংহ সমাজমাধ্যমে ভাইরাল ধূপগুড়ির প্রতিবাদী গায়ক মণীন্দ্র বর্মণ সহ আরও কিছু বিশিষ্ট রাজবংশী নাগরিককে হেনস্তার কথা উল্লেখ করেছেন। বিধানসভা নির্বাচনের আগে জীবনের বার্তায় এদের উল্লেখের পেছনে পরিকল্পনা রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজবংশী ইস্যুতে তৃণমূলের উপর চাপ সৃষ্টি করাই এর লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

জীবন সিংহের বার্তায় এদিন বারবার উঠে আসে রাজবংশী সমাজের মানুষের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। তিনি জানান, রাজবংশীদের ধ্বংস করা হচ্ছে। তাদের জমি দখল করা হচ্ছে। রাজবংশীদের জায়গা দখল করে অনেকে ধনী হয়ে তাদের উপরেই দমন-পীড়ন করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *