উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষায় জল থইথই নদী। তার ওপর ভাঙা ব্রিজ। ভয়ে কেউ পার হচ্ছেন না। সেই ব্রিজ জীবনের ঝুঁকি নিয়ে ধীরে ধীরে পার করলেন এক বৃদ্ধা। ঝাড়খণ্ডের (Jharkhand) বোকারো (Bokaro) জেলার ঘটনা।
এনিয়ে একটি ভিডিও (Video) ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media) (ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। বৃদ্ধার সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। তাঁর বিপজ্জনক সেতু পারাপারের দৃশ্য অবাক করেছে নেটিজেনদের।
आ० उपायुक्त @BokaroDc महोदय वीडियो के माध्यम से बोकारो जिला के चाँपी का बताया जा रहा है ग्रामीणों को आने जाने बहुत दिक्कत हो रहा है बुजुर्ग दादी किस तरह पार करते हुए नजर आ रही है मामला को संज्ञान में ले@HemantSorenJMM
निवेदन है कि प्रस्तिथि को देखते हुए यथा शीघ्रजरूरी कदम उठाए pic.twitter.com/wk3SQcBRTA— dineshwar_patel (@dineshwar_15261) July 8, 2025
ভিডিও’তে দেখা গিয়েছে, বেহাল ভগ্ন ব্রিজটির উপর দিয়ে নিজের ভারসাম্য বজায় রেখে ধীরে ধীরে হেঁটে চলেছেন এক বৃদ্ধা। জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার করলেন তিনি। একটি ভুল তাঁর জীবনের জন্য বিপদ ডেকে আনতে পারত। ভিডিওটি ভাইরাল হতেই স্থানীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সবাই। এদিকে ভিডিওটি সামনে আসতেই বোকারোর ডেপুটি কমিশনার অজয় নাথ ঝা দ্রুত ব্রিজটি মেরামতের কথা জানান। তাঁর কথায়, বিডিও-কে অবিলম্বে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।