Jhargram | বাবা, মাকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা সাব-ইন্সপেক্টরের! চাঞ্চল্য ঝাড়গ্রামে

Jhargram | বাবা, মাকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা সাব-ইন্সপেক্টরের! চাঞ্চল্য ঝাড়গ্রামে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য পুলিশের জঙ্গলমহল ব্যাটেলিয়নের সাব-ইন্সপেক্টর (SI) জয়দেব চট্টোপাধ্যায়ের (৩২) বিরুদ্ধে তাঁর বাবা, মাকে খুনের অভিযোগ উঠল। বুধবার রাতে তাঁর সার্ভিস রিভলভার দিয়ে বাবা, মাকে গুলি করেন। বাবা, মাকে হত্যার পরে নিজের শরীরের ওপরেও গুলি চালান তিনি। আপাতত ঝাড়গ্রাম হাসপাতালে (Jhargram Hospital) চিকিৎসাধীন রয়েছেন ওই পুলিশকর্মী।

জয়দেব আদপে আসানসোলের বাসিন্দা। কর্মসূত্রে ঝাড়গ্রাম পুলিশ লাইনে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তাঁর সঙ্গেই থাকতেন বাবা ও মা। তাঁর বাবার নাম দেবব্রত চট্টোপাধ্যায় (৬২) ও মায়ের নাম শম্পা চট্টোপাধ্যায় (৫০)।

ওইদিন রাতে জয়দেবের ভাড়া বাড়ি থেকে গুলির শব্দ পান প্রতিবেশীরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ এসে শম্পা, দেবব্রত এবং জয়দেবের রক্তাক্ত দেহ উদ্ধার করে। তাঁদের ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়দেবের বাবা, মাকে মৃত বলে জানান।

পুলিশের প্রাথমিক অনুমান, জয়দেব তাঁর বাবা, মাকে গুলি চালিয়ে খুনের পর তাঁর ওপরেও গুলি চালান। তবে তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয়। এদিকে দেবব্রত এবং শম্পার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *