উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্টের ফল (JEE End result 2025)। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে শুক্রবার ফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। যারা কোনো কারণে ভালো ফল করতে পারোনি, তাদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভালো হয় তার প্রস্তুতি নিতে বলব। আইনি জটিলতায় ফলপ্রকাশে অন্যান্যবারের তুলনায় এবার একটু দেরী হল। কিন্তু আমি বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে তোমরা আরো সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।’
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন।
যারা কোনো কারণে ভালো ফল করতে পারোনি, তাদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভালো হয় তার প্রস্তুতি নিতে বলব।
আইনি জটিলতায়…
— Mamata Banerjee (@MamataOfficial) August 22, 2025
মেধাতালিকায় প্রথম দশে রয়েছে, প্রথম অনিরুদ্ধ চক্রবর্তী (কলকাতার পার্ক সার্কাস ডন বস্কো), দ্বিতীয় সাম্যজ্যোতি বিশ্বাস (নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল), তৃতীয় দিশান্ত বসু (কলকাতার রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুল), চতুর্থ অরিত্র রায় (কলকাতার রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুল), পঞ্চম তৃষাণজিৎ দোলই (পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল, দুর্গাপুর), ষষ্ঠ সাগ্নিক পাত্র (মেদিনীপুর কলেজিয়েট স্কুল), সপ্তম সম্বিত মুখোপাধ্যায় (বর্ধমান মডেল স্কুল), অষ্টম অর্চিষ্মান নন্দী (ডিএভি মডেল স্কুল, খড়গপুর), নবম প্রতীক ধানুকা (রাজারহাটের দিল্লি পাবলিক স্কুল), দশম অর্ক বন্দ্যোপাধ্যায় (বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল)।
চলতি বছর পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। তার ১১৭ দিন পর আদালতের হস্তক্ষেপে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল। চলতি বছরের ৫ জুন জয়েন্টের ফল প্রকাশের প্রস্তুতি সেরে ফেলেছিল বোর্ড। তারপরই আদালতে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। ওই মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। তার ফলে অবশেষে আদালতের নির্দেশে এদিন ফলাফল ঘোষণা করল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড। পরীক্ষার্থীরা বোর্ডের দু’টি ওয়েবসাইট (www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in) থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার সুযোগ পাবেন।