Jasprit Bumrah | দ্বিতীয় টেস্টে কি পাওয়া যাবে বুমরাহকে? জানালেন দলের সহকারী কোচ

Jasprit Bumrah | দ্বিতীয় টেস্টে কি পাওয়া যাবে বুমরাহকে? জানালেন দলের সহকারী কোচ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পাঁচটি টেস্টের মধ্যে ৩ টিতে খেলার কথা রয়েছে জসপ্রীত বুমরাহর। হেডিংলে টেস্টে ৪১ ওভারের বেশি বল করতে হয়েছিল তাঁকে। ফলে ৩১ বছর বয়সী এই জোরে বোলারকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। কিন্তু সেই ধোঁয়াশা কাটিয়ে সোমবার গৌতম গম্ভীরের সহকারী রায়ান টেন দুশখতে জানিয়েছেন যে, বার্মিংহ্যাম টেস্টেও খেলতে দেখা যাবে বুমরাহকে।

সোমবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই সে খেলার জন্য উপলব্ধ। আমরা শুরু থেকেই জানি যে, বুমরাহ পাঁচটি টেস্টের মধ্যে মাত্র তিনটিতে খেলবে। শেষ টেস্টের পর সুস্থ হওয়ার জন্য তাঁর কাছে স্পষ্টতই আট দিন সময় আছে। ও খেলার জন্য প্রস্তুত রয়েছে।’

প্রসঙ্গত, ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ জুলাই থেকে। প্রথম টেস্টে হারলেও বোলিংয়ে ভরসা জুগিয়েছিলেন বুমরাহ। ফলে দ্বিতীয় টেস্টে তাঁর দলে থাকার খবরে টিমের অন্দরেও যে স্বস্তির হাওয়া বইছে সেকথা বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *