Jasmine Lamboria | ব্রিটেনের মাটিতে ইতিহাস, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের জেসমিন

Jasmine Lamboria | ব্রিটেনের মাটিতে ইতিহাস, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের জেসমিন

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ইতিহাস গড়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের জেসমিন ল্যাম্বোরিয়া। শনিবার লিভারপুলে তিনি মহিলাদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে পোল্যান্ডের জেরমেটা জুলিয়াকে ৪-১ ব্যবধানে পরাজিত করেছেন। আক্রমণাত্মক ভঙ্গিতেই ফাইনাল শুরু করেছিলেন জেসমিন। স্থানীয় পোলিশ সমর্থকদের ক্রমাগত ‘জুলিয়া’ ‘জুলিয়া’ চিৎকারের মধ্যেও নিজের মনোসংযোগে ব্যাঘাত ঘটতে দেননি তিনি। নিজের উচ্চতাকে দারুণভাবে কাজে লাগান ভারতীয় বক্সার। আক্রমণাত্মক রণকৌশলেই ৪-১ ব্যবধানে জুলিয়াকে পরাজিত করেন ২৪ বছরের জেসমিন। ম্যাচের ফলাফল ৩০-২৭, ২৯-২৮, ৩০-২৭, ২৮-২৯, ২৯-২৮।

পদক জেতার পর তিনি বলেছেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরে আমি খুব খুশি। ২০২৪-এ প্যারিস অলিম্পিকের শুরুতেই বিদায়ের পর আমি শারীরিক ও মানসিকভাবে আমার কৌশল উন্নত করেছি। এটা এক বছরের ধারাবাহিক পরিশ্রমের পুরস্কার।’ এদিকে ৮০ কেজি বিভাগে রুপো জিতেছেন নূপুর শেওরান। ফাইনালে তিনি পোল্যান্ডের আগাতা কাজমারস্কার কাছে হেরে গিয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর কাজমারস্কার কাছে ২-৩ ব্যবধানে হেরে যান নূপুর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *