উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তাঁর এই আকস্মিক পদত্যাগের ঘোষণার পর দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটির নেতৃত্ব এখন কার হাতে যাবে, তা নিয়ে চলছে জোর আলোচনা। ইশিবার পদত্যাগের সিদ্ধান্তে গভীর সংকটে পড়েছে জাপানের দীর্ঘদিনের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (LDP)।
ইশিবা মাত্র এক বছর আগে এলডিপি’র নেতৃত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু তাঁর সময়কালে এলডিপি ও তাদের জোটসঙ্গী পার্লামেন্টের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায়। ফলে সরকারের পক্ষে আইন পাস করানো কঠিন হয়ে পড়ে। প্রসঙ্গত, দলের অভ্যন্তরে ইশিবার ডানপন্থী বিরোধীরা দীর্ঘদিন ধরে তাঁর পদত্যাগের দাবি জানিয়ে আসছিল। এই চাপের মুখে এবং দলে বিভেদ এড়াতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এলডিপি’র একজন নতুন সভাপতি বেছে নেওয়ার মাধ্যমেই জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। তবে এবারের প্রক্রিয়া আগের চেয়ে অনেক জটিল। কারণ এলডিপি এখন পার্লামেন্টের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এর ফলে এলডিপি’র সভাপতি হলেই যে কেউ প্রধানমন্ত্রী হবেন, তার আর কোনও নিশ্চয়তা নেই। যার ফলে নতুন নেতা নির্বাচন নিয়ে দেখা দিয়েছে জটিলতা।