উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অপ্রতিরোধ্য ইয়ানিক সিনার! স্ট্রেট সেটে জিতে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন পুরুষদের শীর্ষবাছাই এই ইটালিয়ান টেনিস তারকা। এরই সঙ্গে গ্র্যান্ড স্লামে টানা ১৭ টি ম্যাচে জয় পেলেন সিনার। এদিন তৃতীয় রাউন্ডের ম্যাচে জিরি লেহচকাকে স্ট্রেট সেটে(৬-০, ৬-১, ৬-২) হারাতে তিনি সময় নেন মাত্র দেড় ঘন্টা। অপরদিকে সিনারের মতো স্ট্রেট সেটে জয় পেয়েছেন পুরুষদের তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভও।
এদিনের খেলা শেষে সিনার বলেন, ‘আমি শুরু থেকেই ভালো খেলছিলাম। তবে তৃতীয় সেটের মাঝামাঝি সময় যখন, তখন লেহেচকা ভালো সার্ভিস করতে শুরু করে। ভীষণ সাহসী সব শট খেলছিল ও। আমি নিজের সাধ্যমতো খেলে গিয়েছি। আমার কোচ সিমোন ভাগনোজ্জির জন্মদিনও ছিল গতকাল। সাধারণত ওর জন্মদিনে আমি খুব একটা ভালো খেলতে পারি না। এই জয় ওর জন্য জন্মদিনের উপহার।’