জঙ্গিপুর: সপ্তাহ শুরুর প্রথম দিনই ঘটে গেল চরম বিপত্তি! নির্মীয়মান বহুতলের নিচে খেলা করতে গিয়ে পেল্লাই সাইজের লোহার গেটের তলায় পিষ্ঠ হয়ে প্রাণ হারাতে হলো এক প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়াকে। সেই সঙ্গে গুরুতর জখম হয়েছে তার আরও দুই সঙ্গী। মৃত প্রথম শ্রেণীর স্কুল পড়ুয়ার নাম তানবীর শেখ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত শামসেরগঞ্জ এলাকায়। ঘটনায় জখম ওপর দুইজন আরিফুল শেখ ও মোস্তাফিজুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের নির্মীয়মান একটি কংক্রিটের বিশাল বাড়ির পাশে খেলা করছিল তানবীর সহ অন্যান্য শিশুর। তারা খেলতে খেলতে ওই বাড়ির সামনের বিশাল আকৃতির লোহার গেটের সামনে এসে হাজির হয়। ওই লোহার গেটটি সেসময় কার্যত কোনওরকম বাঁধন ছাড়াই আলগা ভাবে সেখানে রাখা ছিল বলে অভিযোগ। হঠাৎই বিকট আওয়াজ করে ওই লোহার গেটটি পড়ে যায়। গেটের তলা থেকে শিশুদের আর্তনাদ শুনে স্থানীয়রা তড়িঘড়ি সেখানে ছুটে আসেন তাদের উদ্ধার করার জন্য। কিন্তু লোহার গেটটি প্রচন্ড ভারী হওয়ায় দীর্ঘ সময় লাগে ওই গেটটিকে তুলে তার তল থেকে শিশুদের উদ্ধার করতে। এরপরই গেটের তলায় পিষ্ট হয়ে যাওয়া মৃত তানভীরের দেহ উদ্ধার করে স্থানীয়রা। বাকিদের জখম অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। পরে সেখান থেকে বহরমপুরে স্থানান্তরিত করা হয় তাদের। ঘটনার পর থেকেই গ্রাম জুড়ে ওই বাড়ির মালিকের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে।