Jangipur | আস্ত কারখানা বানিয়ে চলছিল ভেজাল মশলা তৈরি! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৬

Jangipur | আস্ত কারখানা বানিয়ে চলছিল ভেজাল মশলা তৈরি! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৬

শিক্ষা
Spread the love


জঙ্গিপুর: শেষ পর্যন্ত গৃহস্থালির হেসেলে হানা দিল জালিয়াতি চক্র! দৈনন্দিন গৃহস্থালির কাজে ব্যবহৃত হরেক রকম নামিদামি ব্র্যান্ডেড কোম্পানির ভেজাল মশলা তৈরির চক্রের হদিস পেল মুর্শিদাবাদের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সেইমতো জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ বাহিনী সামশেরগঞ্জ এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে পর্দাফাঁস করল ভেজাল মশলা তৈরির আস্ত কারখানার।

কী নেই সেই কারখানায় তৈরি ভেজাল সামগ্রীর তালিকায়! একদিকে ভেজাল হলুদ গুঁড়ো থেকে শুরু করে লঙ্কা গুঁড়ো ও জিরে পাউডার, মৌরি, মেথি, ধনে পাউডার। ১২ নম্বর জাতীয় সড়কের ধারে ওই কারখানায় এইসব ভেজাল সামগ্রী তৈরি করার পর সেগুলোকে ব্র্যান্ডেড কোম্পানির মোড়কের আড়ালে বাজারজাত করার কাজ চলত। তবে এদিনের পুলিশি অভিযানে অবশেষে পর্দাফাঁস হয় এই চক্রের। এক এক করে মোট ছয় জনকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, বিভিন্ন রাসায়নিক ও নিম্নমানের উপাদান মিশিয়ে বানানো হচ্ছিল ওই ভেজাল মশলা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল পান্ডার খোঁজ চলছে। এদিনের শেষ পাওয়া খবর অনুযায়ী, ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *