উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সরকারি কোয়ার্টার থেকে উদ্ধার বিজেপি নেতার গুলিবিদ্ধ দেহ। ঘটনাটি ঘটেছে, জম্মু-কাশ্মীরের তুলসীবাগে। পুলিশের প্রাথমিক অনুমান, নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন ফকির মহম্মদ খান নামে ওই ব্যক্তি। তবে এই ব্যাপারে নিশ্চিতভাবে এখনও কিছু বলা যাচ্ছে না।ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। গতবছর বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে যান ফকির। এর আগে নির্দল প্রার্থী হিসাবে গুরেজের বিধায়ক হয়েছিলেন তিনি।
ফকিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর। তবে তিনিও এই মৃত্যুর কারণ নিয়ে কোনও মন্তব্য করেননি। ফকিরের মৃত্যুর খবরটি বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। গুরেজের উন্নয়নের পেছনে তাঁর অবদান সম্পর্কেও এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী।ফকিরের মৃত্যুতে জম্মু ও কাশ্মীর বিধানভায় বৃহস্পতিবার ২ মিনিটের নিরবতা পালন করা হয়।