উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণরেখা দিয়ে জঙ্গিদের ভারতে প্রবেশের চেষ্টা ব্যার্থ করে দিল সেনা। রবিবার জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ার কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতে প্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। তখনই সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়। সেনার গুলিতে ২ সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়েছে। এলাকায় আরও কোনও অনুপ্রবেশকারী জঙ্গি লুকিয়ে আছে কিনা তা দেখার জন্য সেনাবাহিনী এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে। ২ জঙ্গির মৃত্যু হলেও সেনাবাহিনী এখনও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কর্তা জানান, কুপওয়ারা, বান্দিপোরা এবং বারামুল্লা জেলায় তাদের অবস্থিত লঞ্চিং প্যাডগুলিতে জঙ্গিদের উপস্থিতি দেখা গেছে এবং সেখানে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।