উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানকে ‘সন্ত্রাসের আঁতুড়ঘর’ বলে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। নমোর মন্তব্যের প্রেক্ষিতে পড়শি দেশের তরফে বলা হয়, ‘পাকিস্তান নিয়ে নরেন্দ্র মোদির বক্তব্য বিভ্রান্তিকর এবং একতরফা।’ এরপর পাল্টা হুংকার এল দিল্লি থেকে। ‘অবৈধভাবে কাশ্মীরের (Jammu and Kashmir) এলাকা দখল করেছে পাকিস্তান। অবিলম্বে ওই অঞ্চল খালি করে দেওয়া হোক,’ ঠিক এই ভাষাতেই প্রতিবেশীকে দেশকে সরাসরি হুঁশিয়ারি দিল ভারতের বিদেশমন্ত্রক।
গতকাল বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের (Pakistan) উদ্দেশে বলেন, ‘পাকিস্তানের উচিত মিথ্যে ছড়ানো বন্ধ করা। পাকিস্তানের উচিত বেআইনিভাবে জবরদখল করে রাখা অধিকৃত কাশ্মীর খালি করা। আমরা শুনেছি পাকিস্তান ফের ভারতীয় ভুখণ্ড জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করেছে। গোটা বিশ্ব জানে সীমান্ত এলাকায় সন্ত্রাসের ঘটনায় পাকিস্তানের সক্রিয় ভূমিকা কি এবং তাঁদের সহযোগিতা কতটা। শুধু তাই নয়, দুই প্রতিবেশী দেশের শান্তি ও নিরাপত্তার পথে সবচেয়ে বড় বাধা পাক সন্ত্রাস।’
প্রসঙ্গত, যেই সাক্ষাৎকার নিয়ে বিতর্কের সুত্রপাত, সেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘যখন আমি প্রধানমন্ত্রী হই, তখন আমি আমার শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম। যাতে আমরা নতুন করে জীবন শুরু করতে পারি। শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের তরফ থেকে প্রতিটি চেষ্টার ফলস্বরূপ শত্রুতা এবং বিশ্বাসঘাতকতা ছাড়া কিছুই পাইনি। আমরা আন্তরিকভাবে আশা করি যে তাদের জ্ঞানের উদয় হোক এবং তারা শান্তির পথ বেছে নেবে।’ সঙ্গে তিনি আরও বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। বিশ্বের যেকোনও প্রান্তেই জঙ্গি হামলা হোক না কেন, তার সঙ্গে কোনও না কোনওভাবে পাকিস্তানের যোগসূত্র মিলবেই।’