উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পায়রার পায়ে ঝুলছে চিরকুট। তাতে জম্মুর (Jammu) স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা দেওয়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে বিএসএফ (BSF)। এরপরই জম্মুর স্টেশন সহ কাশ্মীরের (Kashmir) একাধিক জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জম্মু থেকে ৪০ কিলোমিটার দূরে আরএসপুরা সেক্টরে পায়রাটিকে ধরা হয়। পায়রাটির পায়ে একটি চিরকুট বাঁধা ছিল। তাতে উর্দু এবং ইংরেজিতে লেখা রয়েছে। উর্দুতে লেখা, ‘কাশ্মীর আমাদের। সময় এসেছে, এটা আমাদের হবে।’ ইংরেজিতে জম্মু স্টেশন আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এমন হুমকি বার্তা পাওয়ার পরই জম্মু তাওয়াই স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অন্যান্য এলাকাতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। যদিও নিরাপত্তা বাহিনীর এক সূত্র বলছে, সীমান্তের ওপার থেকে কেউ পায়রার পায়ে এরকম চিরকুট বেঁধে ঠাট্টা করতে পারেন। যদিও নিরাপত্তায় কোনও খামতি রাখা হয়নি।