জামালদহ: কাঁসার বাসন পরিষ্কার করার নামে এক মহিলার বাড়িতে ঢুকে সোনার গয়না ছিনতাইয়ের চেষ্টা। যদিও মহিলার উপস্থিত বুদ্ধিতেই ধরা পড়ে যায় দুই দুষ্কৃতী। ঘটনাটি মেখলিগঞ্জ ব্লকের জামালদহ (Jamaldaha) গ্রাম পঞ্চায়েত এলাকার।
জানা গিয়েছে, সোমবার সকাল ১১ টা নাগাদ ২০১ সাতঘরিয়া গ্রামের বাসিন্দা বাসন্তী বর্মনের বাড়িতে দুই অপরিচিত ব্যক্তি প্রবেশ করেন। কাঁসার বাসন পরিষ্কার দেবেন, এই বলেই বাড়িতে ঢুকেছিলেন তাঁরা। তারপরেই কার্যত সুকৌশলে বাসন্তীদেবীর কাছে সোনার গয়না পালিশের জন্য চাওয়া হয়। প্রথমে কিছুটা ইতস্ততবোধ করলেও পরে কোনওরকম সন্দেহ না করেই গলায় থাকা দুই ভরির সোনার চেনটি পরিষ্কার করতে দেন তিনি। এরপরই সুযোগ বুঝে এক ব্যক্তি বাড়ির পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন। কিন্তু মহিলার চিৎকারে ও স্থানীয়দের সহযোগিতায় দুই ব্যক্তিকেই আটক করে বেঁধে রাখেন তাঁরা। পরবর্তীতে মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় আটক দুষ্কৃতীদের। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন বাসন্তীদেবী।