বেলাকোবা: ২০ শতাংশ হারে বোনাসের পাশাপাশি ১৫ দিনের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে সকাল থেকে রাত পর্যন্ত বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার সদর ব্লকের জয়পুর চা বাগানের শ্রমিকরা। এদিন কাজে যোগ দেওয়ার আগে শ্রমিকরা ফ্যাক্টরির সামনে সকাল দশটা পর্যন্ত বিক্ষোভ দেখান। এরপর দুপুর একটার সময় তোলা কাচা পাতার ওজন করে ফের বিক্ষোভে শামিল হন। বর্তমানে এই চা বাগানে প্রায় ৭৫০ জন স্থায়ী শ্রমিক এবং প্রায় সাড়ে ৪০০ জন বিঘা শ্রমিক কাজ করেন। তাদের একটাই দাবি, কুড়ি শতাংশ হারে বোনাস একবারে দিতে হবে।
সকাল থেকে রাত হয়ে গেলেও দাবি পূরণ না হওয়াতে ক্ষুব্ধ চা শ্রমিকরা অফিসের ভেতরে ম্যানেজার সহ তিন বাগান পরিচালককে আটকে রেখে তালা মেরে দেন। খবর লেখা পর্যন্ত আটকে রয়েছেন বাগান কর্তৃপক্ষ। বাগানের তৃণমূল প্রভাবিত শ্রমিক ইউনিয়নের সম্পাদক বেলাসুস কুজুর বলেন, ‘পুজোর আর দু-এক দিন বাকি, অবিলম্বে ২০ শতাংশ হারে বোনাস দিতে হবে।’ বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুই কিস্তিতে বোনাসের টাকা মিটিয়ে দেবেন, এখন ১৫ শতাংশ হারে বোনাস দেওয়া হবে, বাকি কবে দেওয়া হবে তা নিশ্চিত নয়। শুধু তাই নয় ১৫ দিনের বকেয়া মজুরিও কবে মিলবে তারও নিশ্চয়তা দেওয়া হয়নি মালিকপক্ষের তরফে। বাগান ম্যানেজার ওম প্রকাশ মিত্র বলেন, ‘আর্থিক কারণে এখন পর্যন্ত দুই কিস্তিতে বোনাসের টাকা মেটানোর নির্দেশ আছে, বর্তমান পরিস্থিতি পুলিশকে জানিয়েছি।’ জানা গিয়েছে, দীর্ঘক্ষণ অফিসেই আটকে থাকায় শুধু জল পান করেই থাকতে বাধ্য হচ্ছেন বাগান ম্যানেজার সহ অন্যান্যরা।