জলপাইগুড়ি: নাবালিকাকে যৌননিগ্রহের (Sexual abuse) অভিযোগে প্রতিবেশী দাদুকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি (Jalpaiguri) মহিলা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি সদরব্লকের এক গ্রামে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে শিশুকে ডেকে প্রতিবেশী দাদু মিষ্টি খাওয়ার প্রলোভন দিয়ে যৌন নিগ্রহ করত।গত মঙ্গলবার নাবালিকার বাবা-মা কাজে বেরিয়ে যাওয়ার পর তাকে ডেকে এ ধরনের ঘৃন্য কাজ করতে গেলে প্রতিবেশীরা দেখে ফেলে গনধোলাই দেয়। নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। তারই ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পক্সো আদালতের সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, ধৃতকে চোদ্দ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন পক্সো আদালতের বিচারক রিন্টু সুর।