Jalpaiguri | পাড়ি দেবেন ৯৫০ কিলোমিটার, বাইক নিয়ে মহাকুম্ভের উদ্দেশে রওনা স্কুল শিক্ষকের

Jalpaiguri | পাড়ি দেবেন ৯৫০ কিলোমিটার, বাইক নিয়ে মহাকুম্ভের উদ্দেশে রওনা স্কুল শিক্ষকের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নাগরাকাটা: জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে বাইক নিয়ে মহাকুম্ভের (Maha Kumbh) উদ্দেশে রওনা দিলেন পেশায় স্কুল শিক্ষক নীলাঞ্জন মিস্ত্রী। তাঁর সওয়ারি হয়েছেন আরও এক শিক্ষক বিদ্যুৎ কর্মকার। দুজনেই ময়নাগুড়ির ভোটপাট্টির হনুবক্স লোহিয়া হাইস্কুলে কর্মরত।

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াগরাজে যাওয়ার সিদ্ধান্ত নেন নীলাঞ্জন। এরপর বুধবার ভোরে তিনি ও তাঁর সহকর্মী যাত্রা শুরু করেন। এদিন বিকেল পর্যন্ত ১১টি নদী, ৮টি টোল প্লাজা পেরিয়ে ৪৬০ কিলোমিটার বাইক চালিয়ে তাঁরা বিহারের দ্বারভাঙা পৌঁছেছেন। বৃহস্পতিবার পাড়ি দেবেন বারাণসী পর্যন্ত। সব মিলিয়ে মোট ৯৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুক্রবার তাঁরা প্রয়াগরাজে পৌঁছে যাবেন। যাত্রাপথে তাঁরা রেলস্টেশন, ধাবাতেও থাকার প্রস্তুতি নিয়ে বেরিয়েছেন। এই অভিযানের জন্য স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বর্মন এবং পরিচালন সমিতির সভাপতি সুমিত্র কুমার পালরাও উদ্বুদ্ধ করেন বলে জানিয়েছেন নীলাঞ্জন। তিনি বলেন, ‘কুম্ভমেলা মানেই মিনি ভারতবর্ষ। সেটাকে প্রত্যক্ষ করাই আমার মূল লক্ষ্য।  সময় হলে তবেই সঙ্গমে স্নান করব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *