পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি : ঠাকুর পঞ্চানন বর্মা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার কারণে কোচবিহারে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলল রাজবংশী সমাজ। এব্যাপারে রাজবংশী সমাজ তথা বাংলার মানুষের কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে দিকে দিকে সাংসদের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে বুধবার জলপাইগুড়িতে মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির তরফ থেকে পঞ্চানন বর্মা স্মারক ভবনে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গত ৯ অগাস্ট কোচবিহারে নগেনপন্থী গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভায় পঞ্চানন বর্মা সম্পর্কে কটূক্তি করেন নগেন। এদিনের সভায় পঞ্চানন বর্মা স্মারক সমিতির সভাপতি ও প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মন প্রকাশ্যে নগেনকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে। এছাড়াও প্রতিবাদ সভায় সমিতির সম্পাদক নির্মলেন্দু রায়, পুরসভার কাউন্সিলার মণীন্দ্রনাথ বর্মন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নগেনের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ তার ওপর যথেষ্ট বিরক্ত। এদিনের সভা থেকে বিজয় বলেন, ‘পঞ্চানন বর্মাকে নিয়ে নগেন রায়ের মন্তব্যের পর তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও আমাদের মনে সন্দেহ তৈরি হয়েছে। তাঁর কুরুচিকর মন্তব্য সমগ্র রাজবংশী সমাজকে আঘাত করেছে। মানুষের সামাজিক, সাংষ্কৃতিক উন্নয়নে পঞ্চানন বর্মা চিরস্মরণীয় ব্যক্তিত্ব৷ তাই আমরা চাই অবিলম্বে নগেন রায় প্রকাশ্যে ক্ষমা চান।’ তা না হলে উত্তরবঙ্গের প্রতিটি কোণে নগেন রায়ের নামে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।