জলপাইগুড়ি: ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) শহর সংলগ্ন নাউয়াপাড়া এলাকায় জলপাইগুড়ি-শিলিগুড়ি রাজ্য সড়কে। মৃত শিশুর নাম অভি রাউত (৫)। বাড়ি জলপাইগুড়ি স্টেশন বাজার এলাকায়। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মায়ের সঙ্গে মামা বাড়িতে বেড়াতে এসেছিল অভি। এদিন সকালে মায়ের সঙ্গে মামার বাড়ির পাশে এক জমিতে আলু তুলতে গিয়েছিল। খিদে পাওয়ায় রাস্তা পার হয়ে দোকানে গিয়েছিল বিস্কুট কিনতে। বিস্কুট কিনে রাস্তা পার হতে গেলে একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে শিশুটিকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে (Jalpaiguri Medical Faculty) নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার প্রতিবাদে বেশ কিছু সময় ধরে পথ অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। ট্রাক সহ চালককে আটক করেছে পুলিশ (Police)।
এ প্রসঙ্গে, সিপিএমের (CPIM) জেলা সম্পাদক পিযুশ মিশ্র বলেন, ‘আগেই প্রশাসনকে এই উদ্বেগ জানিয়ে মেসেজ করেছিলাম। এটি খুব মর্মান্তিক দুঃখজনক ঘটনা। এই রাস্তাটা খুবই ব্যস্ততম। এখানে হিমঘর আছে। আগেই প্রশাসনকে বলেছিলাম কটা লরি ঢুকবে তা জানিয়ে রাখতে হবে। কিন্তু কোনও উদ্যোগই নেয়নি।’