পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: কাজ না থাকলে শাখাও থাকবে না। সাফ জানিয়ে দিলেন পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ি (Jalpaiguri) বড় ডাকঘর পরিদর্শনে এসেছিলেন তিনি। জানালেন, যে সমস্ত শাখা পোস্ট অফিসের পারফরমেন্স খুব খারাপ, একেবারেই কাজের চাপ নেই, সেই সমস্ত শাখাকে তুলে দেওয়া হচ্ছে। অন্যদিকে, গ্রামীণ এলাকায় যে শাখা পোস্ট অফিসে ভালো কাজ হচ্ছে, সেগুলির পরিকাঠামোর উন্নয়ন করা হবে।
সম্প্রতি এই কাজের কারণেই দার্জিলিং জেলার দুটো পোস্ট অফিসকে তুলে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর সব পোস্ট অফিসের পারফরমেন্স ও ওয়ার্কলোডের বিচার করা হবে। তারপর রাখা হবে, নাকি বন্ধ করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন ঋজু।
তিনি আরও জানান, ডাক বিভাগের ডেলিভারি ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। একটা ডেলিভারি সেন্টার থেকে একাধিক পিনকোড এলাকায় ডেলিভারি করা হবে। কয়েকটি পোস্ট অফিস, যেগুলি জলপাইগুড়ি ও হলদিবাড়ি মাঝখানে পড়ে, সেই পোস্ট অফিসগুলোতে মেল দেওয়া-নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা ছিল। আগামী ১ সেপ্টেম্বর থেকে সেই সমস্যা মিটে যাবে বলে জানানো হয়েছে। আগে রাতেও মেল নিতে সমস্যা হত। ফলে একদিন মেল পড়ে থাকত। এবার থেকে প্রতিদিনের মেল প্রতিদিন যাবে। পরিষেবার মান বাড়বে।
বর্তমানে বিভিন্ন সাব-পোস্ট অফিসে রাউটারের একটা বড় সমস্যা হচ্ছে। ফলে একাধিক সাব-পোস্ট অফিস সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। ঋজু জানিয়েছেন, নেটওয়ার্কের সমস্যা মেটানো হবে। তিনি বলেন, ‘এই রাউটারগুলো বাইরে কিনতে পাওয়া যায় না। যে সকল অফিস বন্ধ করতে পারব সেই সকল অফিসের রাউটার অন্য জায়গায় ব্যবহার করব। যে পোস্ট অফিসগুলো থেকে ডেলিভারির কাজ হয় না, সেভিংস ব্যাংকের কাজ ছাড়া আর কিছু হয় না, সেই অফিসগুলো হেড বা অন্যান্য অফিসের সঙ্গে নিয়ে আসার চেষ্টাব করছি।’