শুভদীপ শর্মা, লাটাগুড়ি: প্রাণভরে শ্বাস নিতে অনেকেরই গন্তব্য সবুজ জঙ্গল। জলপাইগুড়ির (Jalpaiguri) লাটাগুড়ি (Lataguri) জঙ্গলের নেওড়া জঙ্গল ক্যাম্প পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। তবে দীর্ঘদিন সেটি সংস্কারের অভাবে বেহল দশায় পড়েছিল। এবার সেটিকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে বন দপ্তর। এই ক্যাম্পের যে অংশগুলি বেহাল হয়ে পড়েছিল সেটি সংস্কারের পাশাপাশি একটি নতুন রিসেপশন রুম ও গাড়িচালকদের থাকার জন্য একটি ঘর তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে বন দপ্তর। লাটাগুড়ি রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বললেন, ‘ইনস্পেকশন বাংলোর ভেতরেও আধুনিক সুযোগসুবিধার পাশাপাশি চারপাশ রং করে সাজিয়ে তোলা হবে।’
লাটাগুড়ি রেঞ্জের নেওড়া নদীর পাশেই রয়েছে এই জঙ্গল ক্যাম্প। এখানে পর্যটকদের জন্য রয়েছে তিনটি কটেজ। তাছাড়া একটি ইনস্পেকশন বাংলোও রয়েছে। দীর্ঘদিন ধরেই এই ইনস্পেকশন বাংলোটির দশা বেহাল। অথচ ওই ক্যাম্প থেকে পর্যটকরা শীতে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখতে পান। ভাগ্য সহায় থাকলে হাতি, গন্ডার, বাইসনের দেখাও মেলে সহজে। তবে এতদিন ক্যাম্পটি বেহাল থাকায় সেটির গরিমা অনেকটাই ফিকে হচ্ছিল। পর্যটনের কথা ভেবে সেটি সংস্কার শুরু হয়েছে। মেরামতির কাজ চলায় এক মাস ধরে ক্যাম্পটি বন্ধ রয়েছে। বাংলোটিকে সাজিয়ে তোলার পাশাপাশি ড্রাইভারদের থাকার জন্য একটি আলাদা ঘর তৈরির কাজ শুরু হয়েছে। যে কাজে কয়েক লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে। বন দপ্তরের দাবি, এই কাজগুলো সম্পূর্ণ হলে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই ক্যাম্প।