জলন্ধর : আইসিইউতে অক্সিজেন সরবরাহ আচমকা বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যু হল তিন রোগীর। রবিবার রাতে জলন্ধরের সিভিল হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে এই ঘটনাটি ঘটেছে। পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।
বলবীর বলেন, ‘ওই রোগীরা আইসিইউতে ছিলেন এবং তাঁদের অবস্থা খুবই সংকটজনক ছিল। অক্সিজেন সরবরাহ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। হয়তো ১-২ মিনিটের জন্য। সেকারণে এমন ঘটনা ঘটেছে।’ তাঁর সংযোজন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ওই কমিটি ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে।’
হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিনয় কুমার বলেছেন, ‘কারিগরি ত্রুটির কারণে অক্সিজেন সরবরাহ কিছুটা কমে যায়। তবে ব্যাকআপ সিলিন্ডার চালু করা হয়েছিল। কারিগরি ত্রুটিও দ্রুত সংশোধন করা হয়েছিল। পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সবকিছু ঘটে যায়। মৃত তিন রোগীর অবস্থাই গুরুতর ছিল।’
ডেপুটি কমিশনার হিমাংশু আগরওয়াল জানিয়েছেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পেলে সবকিছু স্পষ্ট হবে। যদি কারও ভুলের কারণে মৃত্যু ঘটে থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।