Jaigaon | এবার জয়গাঁতেও কমলা চাষ

Jaigaon | এবার জয়গাঁতেও কমলা চাষ

শিক্ষা
Spread the love


জয়গাঁ: এবার জয়গাঁতেও (Jaigaon) কমলালেবুর চাষ হবে। কালচিনি ব্লকের বক্সার পরে জয়গাঁতেও এমন উদ্যোগ শুরু হল। জয়গাঁর বড় মেচিয়াবস্তি এবং তড়িবাড়ি এলাকায় চাষের উদ্যোগ নিয়েছে কালচিনি ব্লক কৃষি দপ্তর। হর্টিকালচারাল সোসাইটির পক্ষ থেকে চাষিদের কমলার চারা দেওয়া হয়েছে। এদিন জয়গাঁতে এক অনুষ্ঠানের মাধ্যমে ১০০ জন চাষির হাতে ২০০০টি কমলালেবুর চারা তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের সংক্ষিপ্ত আকারে চাষের পদ্ধতি সম্পর্কেও জানানো হয়েছে। এবিষয়ে কালচিনি ব্লক কৃষি আধিকারিক প্রবোধকুমার মণ্ডল বলেন, ‘আমরা জয়গাঁতে কমলালেবু চাষের বাগান তৈরির ব্যাপারে এর আগেই প্রস্তুতি নিয়েছিলাম। হর্টিকালচার বিভাগ আমাদের চারা দিয়ে সহায়তা করল। জয়গাঁর মাটি পাহাড়ি অঞ্চলের মাটির মতো। এখানে সহজে কমলা চাষ সম্ভব। এছাড়া আমরা মাঝেমধ্যে এলাকায় কমলালেবুর গাছগুলি পরিদর্শন করতে আসব।’

কালচিনি ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে, জয়গাঁতে কমলা চাষের উপর বেশি গুরুত্ব আরোপ করা হবে। বক্সা ও ভুটানের কমলা এমনিতেই রয়েছে। পাশাপাশি আগামী কয়েক বছরের মধ্যে জয়গাঁর কমলাও একইভাবে মানুষের মন কাড়বে বলে সকলেই আশা করছেন। এদিন কমলার চারা পেয়ে গীতা লামা নামের এক চাষি বলেন, ‘বাড়ির বড়দের থেকে শুনেছিলাম এক সময় এই এলাকাতে কমলালেবুর গাছ ছিল। এবারে আমরাও কমলালেবুর চারা পেলাম। এর ফলে আমরা ধীরে ধীরে এলাকায় কমলা বাগান তৈরি করতে পারব।’

আশির দশকে জয়গাঁর বিভিন্ন এলাকায় কমলালেবুর গাছ লক্ষ করা যেত। তবে পরে তা ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যায়। ভুটানে ফুন্টশোলিং সহ বিভিন্ন এলাকায় কমলালেবুর গাছ রয়েছে। এলাকার ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জয়গাঁ ও ভুটানের মাটি এক প্রকৃতির। তাই জয়গাঁতেও কমলার ফলন ভালো হওয়ার সম্ভাবনা প্রবল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *