Jagdeep Dhankhar | ‘সংসদই সবার উপরে’, ফের মনে করালেন ধনকর

Jagdeep Dhankhar | ‘সংসদই সবার উপরে’, ফের মনে করালেন ধনকর

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদের উপরে কেউ নেই।’ মঙ্গলবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi College) এক অনুষ্ঠানে এমনটা বললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। সংসদকে ‘সর্বোচ্চ ক্ষমতার আধার’ বলে অভিহিত করেন উপরাষ্ট্রপতি।

উপরাষ্ট্রপতি বলেন, ‘১৯৭৭ সালে জরুরি অবস্থা জারি করা একজন প্রধানমন্ত্রীকে পর্যন্ত জবাবদিহি করতে হয়েছিল। ফলে এই বিষয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয় যে সংসদই (Parliament) সর্বোচ্চ। তার উপরে আর কোনও সংস্থা থাকতে পারে না। কারণ সংসদে যারা নির্বাচিত হয়ে আসেন, তাঁরা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন।’ রাজ্যসভার চেয়ারম্যানের কথায়, কোন আইন কেমন হবে, কী সংশোধন আনা হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার সংসদের রয়েছে।

সম্প্রতি আইনসভায় পাশ হওয়া বিল নিয়ে ঐতিহাসিক মন্তব্য করে সুপ্রিম কোর্ট। উপরাষ্ট্রপতি বলেন, ‘ভারতের রাষ্ট্রপতিকেও একটা বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছে। কীসের ভিত্তিতে ভারতের রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়া হচ্ছে? বিচারব্যবস্থা সংবিধানের ১৪২ ধারাকে নিউক্লিয়ার মিসাইলের মতো ব্যবহার করছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *