Jagdeep Dhankhar | অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, বুকে ব্যথা নিয়ে চিকিৎসাধীন দিল্লি এইমসে

Jagdeep Dhankhar | অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, বুকে ব্যথা নিয়ে চিকিৎসাধীন দিল্লি এইমসে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। বুকে ব্যথার কারণে দিল্লি এইমসে (Delhi AIIMS) ভর্তি করা হয়েছে তাঁকে।

সূত্রের খবর, শনিবার গভীর রাতে অস্বস্তি এবং বুকে ব্যথা (Chest ache) অনুভব করেন ৭৩ বছর বয়সি জগদীপ ধনকর। এরপর রাত ২টা নাগাদ তাঁকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) রয়েছেন উপরাষ্ট্রপতি। এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ডাঃ রাজীব নারাংয়ের তত্ত্বাবধানে ধনকরের চিকিৎসা চলছে। চিকিৎসকদের একটি দলের পর্যবেক্ষণ রয়েছেন তিনি। আপাতত উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *