Jadavpur College Agitation | ‘রাজ্য পুলিশই পরিস্থিতি সামলাবে’, যাদবপুর নিয়ে জনস্বার্থ মামলার শুনানিতে বলল হাইকোর্ট

Jadavpur College Agitation | ‘রাজ্য পুলিশই পরিস্থিতি সামলাবে’, যাদবপুর নিয়ে জনস্বার্থ মামলার শুনানিতে বলল হাইকোর্ট

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় (Jadavpur College Agitation) জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta Excessive Courtroom)। সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয় উচ্চ আদালতে। বুধবার সেই আর্জি খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। যাদবপুরের বর্তমান পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে রাজি নয় বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

গত শনিবার যাদবপুরকাণ্ডের পরই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে হাইকোর্টে মামলা হয়। সেই মামলাটি নিয়ে এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সেখানকার পরিস্থিতি আদালতের সামনে তুলে ধরেন জনস্বার্থ মামলাকারী আইনজীবী অর্ক নাগ। তিনি সওয়াল করেন, ছাত্র আন্দোলনের ফলে ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ রয়েছে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আসছেন না। আদালত হস্তক্ষেপ করুক। এবিষয়ে প্রধান বিচারপতির সাফ বক্তব্য, ‘আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের। রাজ্য পুলিশই পরিস্থিতি সামলাবে।’

পাশাপাশি মামলাকারী আইনজীবী এদিন জানিয়েছেন, ছাত্র আন্দোলনের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয় বন্ধ হতে চলেছে। বুধবার বিকেল চারটের মধ্যে উপাচার্যকে হাজির হয়ে বৈঠক করার দাবি তুলেছেন আন্দোলনকারী ছাত্ররা। আইনজীবী জানান, বিশেষ একটি রাজনৈতিক দল এই আন্দোলন করছে। উপাচার্য বৈঠকে হাজির না হলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে আন্দোলনকারী ছাত্রদের তরফে। যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে দিয়েছে, দ্রুত শুনানি নয়। বৃহস্পতিবার আদালতের নিয়মিত তালিকায় মামলাটি রাখা থাকবে। এটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। তাই আইন মেনে রাজ্য পদক্ষেপ করুক বলে এদিন স্পষ্ট জানিয়েছে উচ্চ আদালত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *