উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur College) সমস্ত হস্টেল। শুক্রবার এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta Excessive Courtroom)। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে, পুজোর ছুটিতে কোনও বহিরাগত যাতে ক্যাম্পাসে ঢুকতে না-পারেন, সেটা নিশ্চিত করতে কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিতে পারবেন।
উচ্চ আদালতের তরফে জানানো হয়েছে, পুজোর ছুটির পর রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশ্বস্ত আধিকারিকরা বসে নিরাপত্তা সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা নিয়ে বৈঠক করবেন। বৈঠকে নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসি ক্যামেরা বসানো সহ অন্য বিষয়গুলি নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। পরবর্তী শুনানিতে এনিয়ে রিপোর্ট জমা দিতে বলেছে উচ্চ আদালত।
প্রসঙ্গত, এর আগে নানা অপ্রীতিকর ঘটনার সাক্ষী থেকেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যার জেরে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। চলতি মাসেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রহস্যজনকভাবে মৃত্যু হয় এক ছাত্রীর। এছাড়া গত ২ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। যাদবপুরে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানোর সময় দুই পড়ুয়াও জখম হন। এসব ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তবে পুজোর ছুটির পর আবার হস্টেলের তালা খোলা যাবে বলে জানিয়েছে আদালত।