Jadavpur College | যাদবপুরে অশান্তির ঘটনায় আটক এক পড়ুয়া, রাতে চলল জিবি বৈঠক

Jadavpur College | যাদবপুরে অশান্তির ঘটনায় আটক এক পড়ুয়া, রাতে চলল জিবি বৈঠক

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সম্মেলনে যোগ দিতে এসে বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁকে ঘিরে ‘গোব্যাক’ স্লোগানও দেন এসএফআই, আইসা, ডিএসএফের সদস্যরা। যার জেরে উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয়ে চত্বরে।

সেই অশান্তির ঘটনায় এক পড়ুয়াকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে পাঁচটি এফআইআর দায়ের হয়েছে যাদবপুর থানায়। সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছে ওয়েবকুপা। একই সঙ্গে ক্যাম্পাসে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ দায়ের করেছে পড়ুয়াও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাতভর ক্যাম্পাসে উত্তেজনা ছিল। তার মধ্যেই পড়ুয়াদের জেনারেল বডি (জিবি)-র বৈঠক হয়েছে। রবিবার সকাল থেকে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে।

গতকাল শিক্ষামন্ত্রীর গাড়ির পাশাপাশি তাঁর পাইলট কারেও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। এতে আহত হন ব্রাত্য। পড়ুয়াদের পালটা অভিযোগ, মন্ত্রীর গাড়ি এক ছাত্রকে চাপা দিয়েছে। ওই ছাত্র যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। যদিও হাসপাতালের তরফে এখনও কিছু জানানো হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *