উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে ঘটে চলেছে একের পর এক বিমান দুর্ঘটনা। সেই তালিকায় এবার নতুন সংযোজন ইতালির ব্রেসিয়া। সেখানেই হাইওয়ের মাঝখানে ভেঙে পড়ল একটি এয়ারক্র্যাফট। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। জখম আরও দুই।
জানা গিয়েছে, এয়ারক্র্যাফটি ইতালির গ্র্যাগনানো থেকে ট্রেবিয়েন্সের দিকে যাচ্ছিল। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ উত্তর ইতালির ব্রেসিয়া এলাকায় বিমানটি কোরডামোলি-ওসপিটেল হাইওয়েতে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়। রাস্তা দিয়ে চলতে থাকা একাধিক গাড়িও সেই জ্বলন্ত ধ্বংসাবশেষের ভেতর ঢুকে পড়ে। দু’টি গাড়িতে আগুনও ধরে যায়। ভয়াবহ ওই দুর্ঘটনার ভিডিও(ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) ফুটেজ পাওয়া গিয়েছে হাইওয়ের ধারে থাকা একাধিক সিসিটিভি ও বিভিন্ন গাড়িতে থাকা ক্যামেরা থেকে।
ঘটনাপ্রসঙ্গে ইতালি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বিমানের যাত্রী সেরজিও রাভাগিলা (৭৫) ও তাঁর সঙ্গী অ্যানা মারিয়া ডে স্তেফানো(৬০)-র মৃত্যু ঘটেছে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে দুই যাত্রী সহ উদ্ধার করা হয় আগুন লেগে যাওয়া দুই গাড়ির চালকদেরও। দুর্ঘটনার জেরে হাইওয়েতে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকে। কিন্তু ঠিক কী কারণে এয়ারক্র্যাফটটি হঠাৎ ভেঙে পড়ল সেই বিষয়ে নিশ্চিতভাবে এখনও কিছু জানা যায়নি।