Israel Strikes Qatar | লক্ষ্য হামাস শীর্ষ নেতারা! এবার কাতারে বোমাবর্ষণ ইজরায়েলের

Israel Strikes Qatar | লক্ষ্য হামাস শীর্ষ নেতারা! এবার কাতারে বোমাবর্ষণ ইজরায়েলের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে (Qatar) বোমা বর্ষণ শুরু করেছে ইজরায়েল (Israel Strikes Qatar)।  মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় একই সঙ্গে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনীও একই সঙ্গে ঘোষণা করেছে তারা হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে বিমান হামলা চালিয়েছে। আইডিএফ (Israel Defence Power)-এর দাবি সন্ত্রাসবাদী সংগঠনের শীর্ষ নেতাদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বছরের পর বছর ধরে, হামাস নেতৃত্ব সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করে আসছে, ৭ অক্টোবর (২০২৩) ইজরায়েলে নৃশংস হত্যাকাণ্ডের জন্য এরা সরাসরি দায়ী এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা  করে আসছে।’ এক ইজরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, যে কাতারের রাজধানী দোহায় এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর ঘোষণার মধ্যে, দোহায় একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বাতাসে কালো ধোঁয়া উড়তে দেখা গিয়েছে। এই হামলায় কেউ আহত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির গত ৩১ অগাস্ট বিদেশে অবস্থিত হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর প্রতিশ্রুতি দেওয়ার পর এদিন হামলার ঘটনা প্রকাশ্যে আসে। জামির বলেছিলেন, ‘হামাসের বেশিরভাগ নেতৃত্ব বিদেশে আছেন, এবং আমরা তাদের কাছেও পৌঁছাবো।’ কাতার অবশ্য অনেক আগে থেকেই হামাস এবং ইজরায়েলের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। কিন্তু এদিনের হামলা গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে পণবন্দি থাকা ইজরায়েলিদের মুক্তি সংক্রান্ত আলোচনাকে জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা।

কাতার এই হামলার তীব্র নিন্দা করেছে।  এটিকে হামাসের রাজনৈতিক সদর দপ্তরে ‘কাপুরুষোচিত ইজরায়েলি আক্রমণ’ বলে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এই হামলাকে ‘সমস্ত আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। অন্যদিকে ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ইসরায়েলি সেনাবাহিনীর হামলার প্রশংসা করে বলেছেন যে, ‘সন্ত্রাসবাদীরা বিশ্বের কোথাও ইসরায়েলের কাছ থেকে কখনও রেহাই পাবে না।’ তিনি আইডিএফের সিদ্ধান্ত এবং মৃত্যুদণ্ড কার্যকর করার প্রশংসা করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *