Israel-Iran Struggle | ভাঙতে পারে যুদ্ধবিরতি, যে কোনও মুহূর্তে হামলার আশঙ্কা, ইজরায়েলকে বিশ্বাস করছে না তেহরান   

Israel-Iran Struggle | ভাঙতে পারে যুদ্ধবিরতি, যে কোনও মুহূর্তে হামলার আশঙ্কা, ইজরায়েলকে বিশ্বাস করছে না তেহরান   

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যুদ্ধবিরতি চললেও ইজরায়েলকে বিশ্বাস করতে পারছে না তেহরান। ইরানের আশঙ্কা যে কোনও মুহূর্তে হামলা চালাতে পারে ইজরায়েল। এই আশঙ্কার কথা মাথায় রেখে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত তেহরান। যদি তা হয়, তবে কঠোর জবাব দিতে দু’বার ভাববে না ইরান রেভলিউশনারি গার্ড। এমনটাই মন্তব্য করলেন ইরানের সেনার চিফ অফ স্টাফ আবদোলরহিম মৌসাভি।

টানা ১২ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে গিয়েছে ইজরায়েল এবং ইরান। কিন্তু ‘শত্রু’কে বিশ্বাস করছে না তেহরান। রবিবার সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সলমনের সঙ্গে ফোনে কথা হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ আবদোলরহিম মৌসাভির। সেখানেই ইজরায়েলের যুদ্ধবিরতি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। মৌসাভি বলেন, ‘‘যুদ্ধবিরতি-সহ নিজেদের বিভিন্ন অঙ্গীকারের প্রতি শত্রু কতটা দায়বদ্ধ, আমাদের তা নিয়ে গুরুতর সন্দেহ আছে। যুদ্ধবিরতি ভেঙে ইজরায়েল যদি আবার আক্রমণ শুরু করে সেটার কঠোর জবাব দিতে আমরা একেবারে প্রস্তুত।’’

গত ১৩ জুন থেকে সংঘর্ষ শুরু হয়েছিল ইজরায়েল এবং ইরানের। টানা ১২ দিন ধরে চলে এই সংঘাত। এই সংঘর্ষে প্রবেশ করে আমেরিকাও। ইরানের ইরানের তিনটি প্রধান পরমাণুঘাঁটির উপর বিমান হামলা চালায় মার্কিন বায়ুসেনা। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছোড়া হতে থাকে জেরুজালেম, তেল আভিভ লক্ষ্য করে। কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই আটকে দেয় ইজরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইজরায়েলের মাটিতে গিয়ে পড়েছে। পাল্টা ইজরায়েলও টানা হামলা চালিয়েছে। সংঘাত চলেছে ২৪ জুন পর্যন্ত। তবে আপাতত হামলা বন্ধ রয়েছে দুদেশের মধ্যে। ইজরায়েলের হামলায় ইরানে ৬২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে দেশের সরকার। ইজরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২৮ জনের মৃত্যু হয়েছে, জখম হাজারের বেশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *