উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের নিশানায় এবার ইরানের সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল। সম্প্রচার চলাকালীনই কিছুক্ষণ আগে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সম্প্রচার কেন্দ্রে। হামলার দৃশ্য সম্প্রচারিতও হয়েছে। যখন হামলা হয় তখন ইরানের রাষ্ট্রীয় টিভির স্টুডিওতে সংবাদ পাঠ করছিলেন সঞ্চালিকা সাহার ইমামি। ভিডিওতে দেখা গিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় পুরো স্টুডিও কেঁপে উঠলে তিনি তড়িঘড়ি উঠে বের হয়ে যান। যদিও তিনি যখন উঠে যান তখন ‘আল্লাহু আকবর’ ধ্বনি শোনা যাচ্ছিল।
BREAKING: Iran’s state TV says it’s being attacked by Israel. pic.twitter.com/1wKC9BgWD5
— Conflict Report (@clashreport) June 16, 2025
এমনিতে আজ দিনভর ইরানের রাজধানী তেহরানে আকাশ থেকে মুড়ি মুড়কির মতো ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলেছে ইজরায়েল (Israel Iran Battle)। এমনকি তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতেও বলেছে ইজরায়েল। ইরানের রাজধানী তেহরান ছেড়ে যাওয়া মহাসড়কগুলিতে যানজট তৈরি হয়েছে।
সোমবার দিনের প্রথমার্ধে ইজরায়েলে বড়সর আঘাত হানে ইরান। ইজরায়েলের হাইফা, জেরুজালেম, তেল আবিবের মতো শহরগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চলে। যাতে ইজরায়েলে মৃতের সংখ্যা ২৪ ছাড়িয়েছে বলে জানা গেছে। এরপরই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় তেহরানে পালটা হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে।