উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাজা থেকে সেনা প্রত্যাহারের জন্য প্রাথমিক শর্তাবলীতে রাজি হয়েছে ইজরায়েল (Withdrawal line)। এবার এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, সমস্ত শর্তাবলী জানানো হয়েছে হামাসকেও। এবার হামাস সম্মতি জানালেই দ্রুত কার্যকর হবে যুদ্ধবিরতি এবং শুরু হবে পণবন্দিদের বিনিময় (Israel-Hamas)।
শনিবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘আলোচনার পরে ইজরায়েল প্রাথমিক শর্তাবলী মেনে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। যা আমরা হামাসকে দেখিয়েছি ও জানিয়েছি। হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে এবং পণবন্দিদের বিনিময় শুরু হবে। এরপর আমরা পরবর্তী পর্যায়ের শর্তাবলীর জন্য পদক্ষেপ করব, যা আমাদের এই ৩ হাজার বছর ধরে চলতে থাকা বিপর্যয়ের সমাপ্তির কাছাকাছি নিয়ে যাবে।’ যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি স্থাপনের জন্য হামাসকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এনিয়ে তিনি কোনও বিলম্ব সহ্য করবেন না বলে হুঁশিয়ারিও দিয়েছেন হামাসকে।
এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত পণবন্দিদের মুক্তি দেওয়ার আশা করছেন তিনি। তবে এও সাফ জানিয়ে দিয়েছেন, ইজরায়েল গাজা থেকে সেনা সম্পূর্ণ প্রত্যাহার করবে না। এবার হামাস এনিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত গাজার পরিস্থিতি স্বাভাবিক করতে ২০ দফা শান্তি প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হামাস তাতে সম্মতি জানাতেই গাজায় বোমাবর্ষণ বন্ধের জন্য নেতানিয়াহুর কাছে আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু তারপরও নেতানিয়াহুর বাহিনী শনিবার ভোর থেকে গাজা সিটিতে বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর।