উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : গাজায় ইজরায়েলের বিমান হামলায় ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটাই সবচেয়ে বড় হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়ায় ইজরায়েলি হামলায় কমপক্ষে ২৩৫ জন নিহত হয়েছেন। সাতটি হাসপাতালের তথ্যের উপর ভিত্তি করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। নিহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইজরায়েলি নিরাপত্তা বাহিনী তুবাস এবং বেথলেহেমে হামলা চালাচ্ছে।
রামেজ আল্লামারিন (২৫) নামে গাজার বাসিন্দা এক তরুণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘তারা (ইজরায়েল) ফের গাজায় নরকের আগুন ছড়িয়ে দিয়েছে। দেহ এবং অঙ্গ-প্রত্যঙ্গ মাটিতে পড়ে আছে। আহতদের চিকিৎসার জন্য কোনও ডাক্তার খুঁজে পাচ্ছে না। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছে। আমরা আতঙ্কে আছি।’
বাকি পণবন্দিদের মুক্তি না দেওয়ার কারণেই ফের হামলা চালানো হয়েছে বলে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘অবিলম্বে বাকি পণবন্দিদের মুক্তি না দিলে হামাসের একজন সদস্যও আস্ত থাকবে না।’ নেতানিয়াহু বলেছেন, ‘ইজরায়েল হামাসের বিরুদ্ধে পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করবে।’ প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে ইজরায়েল এবং হামাস সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল।