উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইরানের উপর ফের হামলা চালিয়েছে ইজরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ তছনছ করে দিয়েছে ইরানের অন্তত ছ’টি পরমাণু ও সামরিক কেন্দ্র। হামলা চালানোর পর সেখান থেকে নিরাপদে সেদেশে ফিরে গিয়েছে দু’শো বোমারু ও যু্দ্ধবিমান। এই পরিস্থিতিতে ইজরায়েলের আশঙ্কা ইজরায়েলের দূতাবাসগুলিতে আক্রমন চালাতে পারে শত্রুপক্ষ। এই আশঙ্কা খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর।
ইরানের উপর দু’শো বোমারু ও যু্দ্ধবিমানের মাধ্যমে নিখুঁত ভাবে ‘প্রিসিশন স্ট্রাইক’ চালিয়েছে ইজরায়েল। এই পরিস্থিতিতে শুক্রবার ইজরায়েলি বিদেশ মন্ত্রক বিশ্ব জুড়ে তাদের সমস্ত দূতাবাস, কনস্যুলেট এবং অন্য কূটনৈতিক কেন্দ্রগুলি সাময়িক ভাবে বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। তবে কতদিন বন্ধ থাকবে তা জানানো হয়নি। পাশাপাশি, বিদেশে বসবাসকারী ইজরায়েলি নাগরিকদের চলাফেরা নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখার আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে ইহুদিদের দেশের কোনও প্রতীক ব্যবহার না করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর সরকার।