উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ইরানের বিমানঘাঁটিতে হামলা ইজরায়েলের। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তেহরানের মেহরাবাদ, মাশহাদ এবং দেজফুল বিমানবন্দরগুলিতে আঘাত হানা হয়েছে। ধ্বংস করা হয়েছে এফ-১৪ জেট। ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সোমবার পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়ে একটি জ্বালানিবাহী বিমান এবং এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ বিমান ধ্বংস করেছে। এছাড়া ক্ষেপণাস্ত্র সংরক্ষণের স্থানেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। প্রসঙ্গত, এদিন ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত ১১তম দিনের জন্য লড়াই চলছে। এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, তাদের নির্ভুল হামলায় ইরান বিমানবাহিনীর রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ৬ বিমানবন্দরে হামলায় ১৫টি অত্যাধুনিক এয়ারক্র্যাফ্ট ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলি বাহিনী। অন্যদিকে, ইজরায়েলের হার্মিস ৯০০ ড্রোন ভূপাতিত করার ফুটেজ প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম। ইরানের সেনাবাহিনী সোমবার ভোরে সেগুলো ভূপাতিত করেছে বলে জানিয়েছে।