Islampur | কুমারটুলি কাণ্ডের ছায়া ইসলামপুরে! লাল ট্রলি থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য এলাকায়

Islampur | কুমারটুলি কাণ্ডের ছায়া ইসলামপুরে! লাল ট্রলি থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য এলাকায়

শিক্ষা
Spread the love


ইসলামপুর: আবারও রাজ্যে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হল দেহ! ঘটনাস্থল উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) ইসলামপুর থানার (Islampur Police Station) সোনাখোদা এলাকা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সোনাখোদা এলাকা দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময় তার নজরে আসে পাশের ভুট্টা ক্ষেতে একটি লাল ট্রলি ব্যাগ পড়ে রয়েছে। ট্রলি দেখে তার কিছুটা সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে ডেকে আনেন আশপাশের লোকজনকে। সকলে মিলে খবর দেন ইসলামপুর থানায়। পুলিশ এসে ট্রলি ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ সকলের। ব্যাগের ভেতরে থেকে উদ্ধার হয় এক ব্যক্তির দেহ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে (Islampur Hospital) তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। তবে মৃতের নাম, পরিচয় কিছুই জানা যায়নি। স্থানীয়রাও ওই ব্যক্তিকে আগে কখনও এলাকায় দেখেনি। তবে পুলিশের অনুমান মৃতের বয়স ৪৫ এর আশপাশে।

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অমিত পাল বলেন, ‘আমি বাজার যাচ্ছিলাম। সেই সময় আমার নজরে পরে একটা লাল রঙের ট্রলি পড়ে রয়েছে। পরে পুলিশ এসে সেখান থেকে দেহ উদ্ধার করে। তবে কে এই ব্যক্তি? তার পরিচয় কি? তা অবশ্য এখনও জানা যায়নি।’

 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *